Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

LATEST UPDATES:

latest

একই হেলমেট একাধিক জন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা

একই হেলমেট একাধিক জন ব্যবহার করলে ফাঙ্গাল ইনফেকশনস, খুশকি, চর্মরোগের মতো সমস্যা সংক্রমিত হতে পারে। এজন্য যেসব ব্যাপারে সতর্ক হওয়া উচিত সেগ...

একই হেলমেট একাধিক জন ব্যবহার করলে ফাঙ্গাল ইনফেকশনস, খুশকি, চর্মরোগের মতো সমস্যা সংক্রমিত হতে পারে। এজন্য যেসব ব্যাপারে সতর্ক হওয়া উচিত সেগুলো হলো :

♦ হেলমেট পরলে মাথা, কান ঢাকা থাকার কারণে আমাদের শরীরের এই অংশগুলো খুব সহজেই ঘেমে যায়। সেই ঘামে ভেজা হেলমেট যখন অন্য কেউ পরেন তখন খুব সহজেই জীবাণুরা সংক্রমিত হয়। এতে করে অন্যজনের শরীরের অসুখ বাসা বাঁধতে পারে আপনার শরীরেও।

♦ ফাঙ্গাল ইনফেকশন, উঁকুন, ব্যাকটেরিয়া ইত্যাদি হেলমেটের মাধ্যমে খুব সহজেই অন্যজনের মাথায় চলে যেতে পারে। তাই সাবধান হতে হবে এখনই।

♦ সবসময় যদি আলাদা হেলমেট বহন করা সম্ভব না হয় তবে অন্যজনের ব্যবহৃত হেলমেট পরার আগে মাথায় পাতলা রুমাল জাতীয় কোনো কাপড় দিয়ে ঢেকে নিতে পারেন। এতে আপনি সংক্রমণের ঝুঁকি অনেকটাই এড়াতে পারবেন।