Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

LATEST UPDATES:

latest

ফেসবুকের গোপন অ্যাপের তথ্য ফাঁস এবার

ফেসবুকের চেহারা শনাক্তকারী এক গোপন অ্যাপের তথ্য ফাঁস হয়েছে। ফেসবুকের একজন মুখপাত্রের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট সম্প্রত...

https://drive.google.com/uc?export=view&id=1lBluw4m60Y3QVFOtWXivSX-fqozxgVbV
ফেসবুকের চেহারা শনাক্তকারী এক গোপন অ্যাপের তথ্য ফাঁস হয়েছে। ফেসবুকের একজন মুখপাত্রের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট সম্প্রতি এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার।
খবরে বলা হয়েছে, ফেসবুক তাদের ওই গোপন অ্যাপটি সর্বসাধারণের জন্য ব্যবহার করেনি। ২০১৫-১৬ সালে অ্যাপটি তাদের কর্মীদের ওপর পরীক্ষা চালানো হয়।

প্রতিষ্ঠানের কর্মীরা মোবাইলে থাকা অ্যাপ ব্যবহার করে সহকর্মীদের দিকে ধরলে তাকে শনাক্ত করতে পারে ওই অ্যাপ। তবে অ্যাপটির বর্তমান অবস্থা কী তা খবরে প্রকাশ করা হয়নি।

ফেসবুকের বিরুদ্ধে ইতিপূর্বে প্রাইভেসি নিয়ে নানা অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ফেসবুকের বিরুদ্ধে ৩৫ বিলিয়ন ডলারের ক্লাস–অ্যাকশন মামলাও হয়েছে।

এমন পরিস্থিতিতে এই অ্যাপের তথ্য ফাঁস হওয়ায় নতুন করে সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। সমালোচনার মুখে থাকা ফেসবুক ফেসিয়াল রিকগনিশন অ্যাপ তৈরির বিষয়টি স্বীকার করেছে।
ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, তাদের তৈরি ফেসিয়াল রিকগনিশন অ্যাপ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি।