Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

LATEST UPDATES:

latest

বউ নিয়ে অদ্ভুত খেলা, ভিডিও ভাইরাল

বউকে উঁচু করে বসাতে হবে চেয়ারে। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে নেমে যাবে বৌ। এরপর ওই চেয়ারের উপর আরেকটি চেয়ার রাখবেন স্বামী। আবার বৌকে উঁচু করে চে...

বউকে উঁচু করে বসাতে হবে চেয়ারে। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে নেমে যাবে বৌ। এরপর ওই চেয়ারের উপর আরেকটি চেয়ার রাখবেন স্বামী। আবার বৌকে উঁচু করে চেয়ারে বসাতে হবে। এভাবে চলতে থাকবে যতক্ষণ পারা যায় বা নির্দিষ্ট সময় পর্যন্ত। যিনি বেশিবার পারবেন তিনি বিজয়ী।

এমন এক অদ্ভুত খেলার ভিডিও সামাজিকমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সম্প্রতি ভারতে অজ্ঞাত এক এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়েছে বলে ভিডিও সূত্রে খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়েছে, প্রচলিত এ খেলাকে ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা নামে পরিচিতি। এ খেলায় অংশ নিতে গেলে বিবাহিত যুগল হতে হয়।

গত সোমবার সামাজিকমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন হিতেশ ভাধর নামের এক ব্যক্তি। যা ইতিমধ্যেই দেখেছেন প্রায় দশ লাখ ফেসবুক ব্যবহারকারী।