Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

LATEST UPDATES:

latest

জল নয় অন্য কিছু নেমে আসছে পাহাড়ের গা বেয়ে, মিজোরামের এই ভিডিয়ো এখন ভাইরাল

প্রকৃতি মানুষকে বার বার বিস্মিত করে। মিজোরামের এমনই একটি দৃশ্য ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথম নজরে বোঝাই যাবে না এটি কোনও ধোঁ...

https://drive.google.com/uc?export=view&id=1gtLAC-78XYo_8-aCjqpCPEPJHOecNwbm
প্রকৃতি মানুষকে বার বার বিস্মিত করে। মিজোরামের এমনই একটি দৃশ্য ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথম নজরে বোঝাই যাবে না এটি কোনও ধোঁয়া, না মেঘ, না ঝরনা! মিজোরামের আইজলে পাহাড়ের গা বেয়ে নেমে আসছে একটি ঝরনা। কিন্তু ভাল করে দেখলেই বোঝা যাবে এই ঝরনার আর পাঁচটার মতো নয়।পাহাড়ের উপর থেকে ধোঁয়ার মতো নেমে আসছে। তবে অনেক ঝরনার জল পাহাড়ের গায়ে এত ধাক্কা খেতে খেতে নামে যে ধোঁয়ার মতো জলবিন্দু নিয়ে নামে। তবে এই ঝরনা তেমনটাও নয়, গতিও কেমন যেন মন্থর।

 আসলে এটি কোনও জলের ঝরনা নয়। এটি পাহাড় বেয়ে নামে আসা মেঘের রাশি। এমন ভাবে পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ছে, মনে হবে যেন কোনও ঝরনার জল নেমে আসছে। একটি ফেসবুক পেজে ২২ নভেম্বর এই ভিডিয়োটি পোস্ট হয়েছে। প্রচুর মানুষ সেটি লাইক, শেয়ারও করেছেন। ৪৭ সেকেন্ডের ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ বার দেখা হয়েছে।


দেখুন সেই ভিডিয়ো: