টিনসেল টাউনের নামজাদা অভিনেত্রী এঁরা। তাঁদের জীবন তো বিলাসবহুল হবেই। ওঁরা প্রত্যেকে দামি গাড়িও ব্যবহার করেন। কিন্তু জানেন প্রিয়ঙ্কা-দীপিক...
টিনসেল টাউনের নামজাদা অভিনেত্রী এঁরা। তাঁদের জীবন তো বিলাসবহুল হবেই। ওঁরা প্রত্যেকে দামি গাড়িও ব্যবহার করেন। কিন্তু জানেন প্রিয়ঙ্কা-দীপিকা-আলিয়ারা কত দামি গাড়ি ব্যবহার করেন! তাঁদের গাড়ির দাম জানলে চমকে যাবেন।
প্রিয়ঙ্কা চোপড়া: এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় অভিনেত্রী যাঁর রোলস রয়েস রয়েছে। তাঁর একটি রোলস রয়েস গোস্ট রয়েছে। এর দাম কত জানেন? ৫ কোটি ২৫ লাখ টাকা! গাড়ির বাইরেটা কালো ভিতরটা লাল রঙের। প্রিয়ঙ্কা বর্তমানে বেশির ভাগ সময়টাই বিদেশে কাটান। তবে দেশে ফিরলেই সাধের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েন।
দীপিকা পাডুকোন: বলিউডে প্রিয়ঙ্কার পরই দীপিকার নাম উচ্চারিত হয়ে থাকে। দীপিকার একটি দামি সেডান রয়েছে। তিনি মার্সিডিজ এস৫০০ ব্যবহার করেন। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬৭ লাখ টাকা।
ঐশ্বর্যা রাই: প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্যা মার্সিডিজ এস-ক্লাসের গাড়ি ব্যবহার করেন। গাড়িটার রং রুপোলি। এটাই ঐশ্বর্যার প্রিয় গাড়ি। এর দাম? ১ কোটি ৪১ লাখ টাকা।
আলিয়া ভট্ট: আলিয়ার গাড়ির সখ রয়েছে। গ্যারাজে একাধিক গাড়ি রয়েছে তাঁর। তবে ছবিতে যে গাড়িটা দেখা যাচ্ছে, এটাই আলিয়ার সংগ্রহের সবচেয়ে দামি গাড়ি। এটা রেঞ্জ রোভার ভোগ। দাম ১ কোটি ৭৪ লাখ টাকা।
করিনা কপূর: আলিয়া আর মালাইকার মকো করিনাও রেঞ্জ রোভার ভোগ চড়েন। তাঁর একাধিক গাড়ির মধ্যে এটাই বর্তমানে তাঁর সবচেয়ে পছন্দের গাড়ি। দাম ১ কোটি ৭৪ লাখ টাকা।
অনুষ্কা শর্মা: রেঞ্জ রোভার ভোগ নিয়ে ঘুরে বেড়ান বিরাট পত্নী অনুষ্কাও। এই গাড়িটা তাঁর সবচেয়ে প্রিয়। তবে অনুষ্কার রেঞ্জ রোভারের দাম ২ কোটি ২৭ লাখ টাকা।