ঘটনা চলতি অক্টোবরের। ভারতের বিহার রাজ্যে সেদিন বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্বপ্না (২১) নামের এক নারীর। বিয়েও হয়েছিল। কিন্তু বরের সঙ্গে নয়, ...
ঘটনা চলতি অক্টোবরের। ভারতের বিহার রাজ্যে সেদিন বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্বপ্না (২১) নামের এক নারীর। বিয়েও হয়েছিল। কিন্তু বরের সঙ্গে নয়, হবু শ্বশুরের সঙ্গে।
লগ্ন অনুযায়ী বিয়ের দিন রাজ্যের সমস্তিপুর এলাকায় কনের বাড়িতে হাজির হন বরপক্ষ। এমন সময়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান বর।
দুই পক্ষই এতে বেশ নাস্তানাবুদ হয়। শেষমেষ সম্মান বাঁচাতে এক অদ্ভূত সিদ্ধান্ত নেন কনের বাবা। তিনি নিজের মেয়েকে বরের বাবা রোশানের সঙ্গে বিয়ে দেয়ার প্রস্তাব দেন। এই প্রস্তাবে রাজিও হন রোশান।
এমন পরিস্থিতিতে সামাজিকভাবে কোন পথ খোলা না পেয়ে বিয়েতে রাজি হয়ে যান কনে স্বপ্নাও। ওই দিনেই ৬৫ বছর বয়সী হবু শ্বশুরের সঙ্গে মালাবদল করেন তিনি।
লগ্ন অনুযায়ী বিয়ের দিন রাজ্যের সমস্তিপুর এলাকায় কনের বাড়িতে হাজির হন বরপক্ষ। এমন সময়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান বর।
দুই পক্ষই এতে বেশ নাস্তানাবুদ হয়। শেষমেষ সম্মান বাঁচাতে এক অদ্ভূত সিদ্ধান্ত নেন কনের বাবা। তিনি নিজের মেয়েকে বরের বাবা রোশানের সঙ্গে বিয়ে দেয়ার প্রস্তাব দেন। এই প্রস্তাবে রাজিও হন রোশান।
এমন পরিস্থিতিতে সামাজিকভাবে কোন পথ খোলা না পেয়ে বিয়েতে রাজি হয়ে যান কনে স্বপ্নাও। ওই দিনেই ৬৫ বছর বয়সী হবু শ্বশুরের সঙ্গে মালাবদল করেন তিনি।