মায়ের শাল দুধ যদিও পরিমাণে অল্প তবুও এটিই শিশুর জন্য যথেষ্ট। কোনভাবেই এই দুধ ফেলে দেবেন না। পরে শিশু মায়ের বুকের দুধ টানার সাথে সাথে মায়ের ...
মায়ের শাল দুধ যদিও পরিমাণে অল্প তবুও এটিই শিশুর জন্য যথেষ্ট। কোনভাবেই এই দুধ ফেলে দেবেন না। পরে শিশু মায়ের বুকের দুধ টানার সাথে সাথে মায়ের বুকে খুবই দ্রুত প্রচুর দুধ আসতে থাকবে। অর্থাৎ শিশু যতই বুকের দুধ টানবে, মায়ের বুকে দুধ ততই বৃদ্ধি পাবে। পর্যায়ক্রমে ১৩দিন পর্যন্ত শাল দুধ এবং পরে নর্মাল দুধ আসবে। যারা মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছেন তাদের শরীরের অ্যান্টিবডি শক্তি অন্যান্যদের চাইতে গড়ে ১০% বেশি হয়।
মায়ের বুকের দুধ শিশুদের হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। হজম উপযুক্ত সব ধরনের ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ উপাদান রয়েছে মায়ের শাল দুধে। মায়ের বুকের শাল দুধ বিশেষ কিছু প্রতিরোধ করার মতো খনিজ উপাদান মিশ্রিত। তাই শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানো অত্যন্ত জরুরী।
মায়ের বুকের দুধ শিশুদের হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। হজম উপযুক্ত সব ধরনের ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ উপাদান রয়েছে মায়ের শাল দুধে। মায়ের বুকের শাল দুধ বিশেষ কিছু প্রতিরোধ করার মতো খনিজ উপাদান মিশ্রিত। তাই শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানো অত্যন্ত জরুরী।