Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

LATEST UPDATES:

latest

আকাশে ভেসে উঠল ‘শয়তানের লাল শিং’ ছবি ভাইরাল

গত বছর ২৬ ডিসেম্বর ভারতীয় উপমহাদেশ যখন সূর্যগ্রহণ দেখা নিয়ে ব্যস্ত। ঠিক তখনই কাতারের আল ওয়াকরাহ শহরে ভোরের দিগন্তে ফুটে উঠল এক জোড়া গন...

গত বছর ২৬ ডিসেম্বর ভারতীয় উপমহাদেশ যখন সূর্যগ্রহণ দেখা নিয়ে ব্যস্ত। ঠিক তখনই কাতারের আল ওয়াকরাহ শহরে ভোরের দিগন্তে ফুটে উঠল এক জোড়া গনগনে লাল শিং। আর এক ফটোগ্রাফারের ক্যামেরাতে বন্দি হলো সেই অপূর্ব দৃশ্য।
 https://drive.google.com/uc?export=view&id=1OCEZQiLmue1D_XYlDaKJuowgsONHg_uY
‘ডেভিলস হর্ন’ বা ‘শয়তানের শিং’- এ নামেই পরিচিত এই দৃশ্য। আল ওয়াকরাহে সেই সময়ে ভোর হচ্ছে। দিগন্ত থেকে একটু একটু করে ভোরের সূর্য বেরিয়ে আসছে। স্বাভাবিকভাবেই তার রং লাল। সূর্যের ওপরের দিকের অংশ ঢেকে আছে চাঁদে। আর তার ফলেই শিং-এর আকার ধারণ করে সূর্য।
দিগন্ত থেকে সেই গ্রহণ লাগা সূর্যের উদয় চোখে পড়ে ফটোগ্রাফার এলিয়ান ক্যাসিওটিসের। তিনি তার ক্যামেরায় একের পর এক শটে ধরে ফেলেন এ বিরল দৃশ্য।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার ওয়েবসাইটে পিকচার অফ দ্য ডে হিসেবে পোস্ট করা হয় এ ছবি। আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এ শয়তানের শিং। খবর জিনিউজের।