Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

LATEST UPDATES:

latest

ফেসবুকে পাঠানো মেসেজ ডিলিট করবেন যেভাবে

ভুল করে ফেসবুকে একজনকে মেসেজ পাঠিয়েছেন? এখন ডিলিট করা দরকার। তবে আপনার জন্যই এই টিপস। মেসেঞ্জারে পাঠানো মেসেজ খুব সহজেই মুছে ফেলা বা ডি...

ভুল করে ফেসবুকে একজনকে মেসেজ পাঠিয়েছেন? এখন ডিলিট করা দরকার। তবে আপনার জন্যই এই টিপস।

মেসেঞ্জারে পাঠানো মেসেজ খুব সহজেই মুছে ফেলা বা ডিলিট করা যায়। এ জন্য কম্পিউটারে ফেসবুক ব্যবহারের সময় প্রথমে মেসেঞ্জারের চ্যাট স্ক্রিন চালু করতে হবে। এবার পোস্ট করা মেসেজ বা ছবির বাঁয়ে থাকা তিনটি ডট চিহ্নে কার্সর রাখলেই ডিলিট অপশন পাওয়া যাবে। ক্লিক করলেই মুছে যাবে বার্তাটি।

এছাড়া স্মার্টফোনের মেসেঞ্জার অ্যাপে পাঠানো মেসেজের ওপর কার্সর রাখলেই বিভিন্ন রি-অ্যাকশন ইমোজিসহ স্ক্রিনের নিচে ডিলিট অপশন দেখা যাবে। এতে ক্লিক করলেই মুছে যাবে বার্তাটি।

তবে এই পদ্ধতিতে শুধু আপনার চ্যাট থেকেই মেসেজ মুছে ফেলা যাবে। যাকে পাঠাবেন তার চ্যাট থেকে মেসেজটি মুছে ফেলার সুবিধা এখনো চালু করেনি ফেসবুক।